Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মে হংয়ের পদত্যাগ, নতুন ইন্টারপোল প্রধান কিম

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

১২ দিন নিখোঁজ থাকার পর ইন্টারপোলের প্রধান মে হং উইয়কে আটকের কথা স্বীকার করার কয়েক ঘণ্টা পরই তার পদত্যাগের কথা জানিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থাটি। ফ্রান্সের লিয়ন শহর থেকে চীনে যাওয়ার পর ২৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এক বিবৃতিতে বলা হয়, বড় ধরনের আইনি লঙ্ঘনের অভিযোগে দুর্নীতিবিরোধী ইউনিট ন্যাশনাল সুপারভিশন কমিশনের পর্যবেক্ষণ তদন্তের আওতায় আছেন মেং। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এর কয়েক ঘণ্টা পরই তার পদত্যাগপত্র পাওয়ার কথা টুইটারে জানায় ইন্টারপোল। এদিকে, ইন্টারপোলের আইন অনুযায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিম জং ইয়াং। আগামী মাসে দুবাইতে সংস্থাটির বার্ষিক অধিবেশনে মেং উইয়ের পরবর্তী দুই বছর মেয়াদে দায়িত্ব পালনের জন্য নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। চীনা কর্তৃপক্ষ মেং উইয়ের আটকের কথা স্বীকারের কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী সাংবাদিকদের বলেন, মেং বিপদে আছেন বলে আশঙ্কা করছেন তিনি। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে নিজের পরিচয় প্রকাশ না করে তিনি স্বামীর সন্ধানে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। সিনহুয়া, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিম

১৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ