প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত সপ্তাহের থেকে এই সপ্তাহের টিআরপি রিপোর্টে হয়েছে বেশ কিছু রদবদল। টিআরপি রিপোর্টে চলতি সপ্তাহে বিরাট চমক ‘মিঠাই’য়ের। ফের টিআরপি তালিকায় শীর্ষে উঠে এল মোদক পরিবার অর্থাৎ মিঠাই। চার নম্বর স্থান থেকে এক নম্বরে উঠে এসে সকলকে চমকে দিয়েছে মিঠাই রানি। দ্বিতীয় স্থানে নেমে গেল লক্ষ্মী কাকিমা সুপারস্টার। এই সপ্তাহে অন্যান্য ধারাবাহিকগুলির মধ্যে ইঁদুর দৌড়েকে এগিয়ে গেল বা পিছিয়ে গেল দেখে নেওয়া যাক। টিআরপি রেটিং-এর বিচারে কোনও সপ্তাহে কোনও ধারাবাহিক প্রথম স্থান ছিনিয়ে নেয় তো কোনও সপ্তাহে আবার একদম তলানিতে এসে ঠেকে যায়। উত্থান-পতনের এই গ্রাফের বিচারে দেখা যাচ্ছে অনেকদিন পর আরও একবার পয়লা স্থানে উঠে এসেছে মিঠাই। এই সপ্তাহে টিআরপি রেটিং-এ মোদক বাড়ির ঝুলিতে এসেছে ৮.৫ আর অনেকদিন পর মিঠাইয়ের উত্থানে খুশি এই ধারাবাহিকের ভক্তরা। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ‹লক্ষ্মী কাকিমা সুপারস্টার› ও ‘ধূলোকণা’। উল্লেখ্য, শেষ কয়েক সপ্তাহ ধূলোকণা ঝড়ে উড়ে গিয়েছিল মিঠাই। শীর্ষস্থানে উঠে এসেছিল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। ‘মিঠাই’ ধারাবাহিকের দর্শকের কিন্তু একটু মন খারাপ হয়েছিল। তবে এই সপ্তাহের টিআরপি রিপোর্টে ফের চাঙ্গা হল মিঠাই রানির ধারাবাহিকের দর্শকের মন। ‘গৌরি এল’ ও ‘গাঁটছড়া’ যৌথভাবে পেল ৭.৯। তাই বলাই যায় চলতি সপ্তাহের টিআরপি রেটিং-এ যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী এই দুটি ধারাবাহিক। ৭.৭ পয়েন্ট পেয়ে টিআরপি রেটিং -এর বিচারে চতুর্থ স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’ ধারাবাহিক। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে নম্বর কমেছিল ‘মিঠাই’-য়ের। অন্যদিকে, এদিকে ঋদ্ধিকে ছাড়া জমছে না ‘গাঁটছড়া’। তার ফলও পাওয়া গিয়েছিল হাতে নাতে। এই সপ্তাহে মিঠাই প্রথম স্থানে উঠে এলেও গাঁটছড়া রয়েছে তৃতীয় স্থানে। এই ধারাবাহিকের দর্শকও আশায় রয়েছেন আবার কবে টিআরপি রেটিং-এ শীর্ষে উঠে আসবে প্রিয় ধারাবাহিক গাঁটছড়া। টিআরপি-এর তালিকায় এই পথ যদি শেষ না হয় আর অনুরাগের ছোঁয়া মোটামুটি একই সরলরেখায় রয়েছে। চলতি সপ্তাহে ৬.৩ পেয়ে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া ও মন ফাগুন। ইতিমধ্যেই ৩০০ পর্ব পার করে ফেলেছে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘উমা’। এই সপ্তাহে ৬.২ পয়েন্ট পেয়ে টিআরপি রেটিং-এর বিচারে ষষ্ঠ স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক। এই পথ যদি শেষ না হয় পেল ৬ পয়েন্ট। উল্লেখ্য, একটা সময় কিন্তু টিআরপি রেটিং-এর তালিকার শীর্ষে থাকত ‘অনুরাগের ছোঁয়া’। ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ পেয়েছে ৫.১। গত সপ্তাহের টিআরপি রেটিং থেকে বেশ খানিকটা কমেছে চলতি সপ্তাহের রেটিং। ‘উড়ন তুবড়ি’র প্রাপ্ত পয়েন্ট মাত্র ৪.৩ । অন্যদিকে, টেলিভিশনের রিয়্যালিটি শোগুলিও বেশ ভালোই ফল করেছে। শোগুলির মধ্যে টপার হয়েছে ‘সারেগামাপা’ আর তারপরই রয়েছে ‘দিদি নম্বর ওয়ান’। ‘সারেগামাপা’-এর প্রাপ্ত রেটিং ৬.৯ আর ‘দিদি নম্বর ওয়ান’ পেল ৬.৮ পয়েন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।