মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলের ব্যস্ত রাস্তায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে। এখন পর্যন্ত অন্তত ৬০ জন নিহতের খবর পাওয়া গেছে। দগ্ধ বা আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। শনিবার রাজধানী কিনশাশা ও মাতাদি বন্দরের মাঝামাঝি কিসান্তু শহরের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল ছাড়িয়ে দ্রুত নিকটবর্তী ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। মধ্য কঙ্গোর অন্তর্র্বর্তীকালীন গভর্নর আতৌ মাতাবুয়ানা বলেন, দগ্ধ লাশগুলো শনাক্ত করে সেগুলো সমাহিত করার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা। শনিবারের দুর্ঘটনাস্থলটি রাজধানী কিনশাশা থেকে ১২০ কিলোমিটার দূরে। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার ট্যাঙ্কারটি থেকে তেল সংগ্রহের জন্য সেখানে জড়ো হয়েছেন অনেক গ্রামবাসী। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।