Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমিশন বাণিজ্য নয়

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

কিছুদিন আগে হাসপাতালগুলোতে টেস্টের মূল্য তালিকা ঝুলিয়ে দেওয়ার কথা উঠেছিল; কিন্তু বাস্তবায়ন নেই বললেই চলে। আপনি যখন কোনো ডায়াগনস্টিক সেন্টারে কোনো টেস্টের জন্য যান, তখন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের প্রচারের জন্য তারা বলে থাকেন, আমাদের সব টেস্টে ২০ শতাংশ ছাড় পাবেন। প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারেই প্রথমে দেওয়া থাকে তাদের নির্ধারিত নির্দিষ্ট মূল্য এবং এর পরের কলামে দেওয়া থাকে ২০ শতাংশ বা নির্দিষ্ট শতাংশ ছাড়ে কত মূল্য আপনি পরিশোধ করবেন তা। সে ক্ষেত্রে সাধারণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ভ্যাটসহ নির্ধারিত মূল্য কত তা জানা থাকলেই কেবল কমিশনের ব্যাপারটির কথা আসে। দেশের বিভিন্ন স্থানের ক্লিনিকগুলো বিভিন্ন ধরনের মূল্য তালিকা ব্যবহার করে থাকে। যদি সাধারণ রক্তের গ্রুপ নির্ণয়ের মতো পরীক্ষাতেও ২০০ টাকা পর্যন্ত ব্যবধান হয়ে থাকে। এখন মূল প্রশ্ন হলো, প্রত্যেকটি পরীক্ষার জন্য সরকার কর্তৃক নির্দিষ্ট মূল্য না থাকে, তবে ডায়াগনস্টিক সেন্টারগুলো ২০ শতাংশ বা কোনো নির্দিষ্ট কমিশনের কথা উল্লেখ করে কীভাবে? স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন, প্রতিটি পরীক্ষার জন্য স্র্েবাচ্চ একটি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার মূল্য হিসেবে কত টাকা নিতে পারবে তা নির্ধারণ করে দেওয়ার জন্য। যদি নির্ধারিত মূল্য না থাকে, তবে কমিশনের কোনো ব্যাপারই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তা জনসাধারণকে জানিয়ে দেন। অন্তত একেবারে সাধারণ মানুষ ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অর্থনৈতিক ব্যাপারে কিছুটা নিশ্চিত হতে পারবে।
সাঈদ চৌধুরী
গাজীপুর। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিশন


আরও
আরও পড়ুন