বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের শতভাগ ভোটাধিকার নিশ্চিত করার অঙ্গিকার ব্যক্ত করেছেন। মঙ্গলবার রাতে বরিশালে বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। ইভিএম সম্পর্কে মানুষের ভুল ধারনা রয়েছে বলে দাবী করে বাস্তবে কোন প্রমাণ পায়নি বলে জানান সিইসি । তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে সবগুলো আসনেই ইভিএমে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত নানা সংকটে সেটা নাও হতে পারে।
অংশগ্রহন মুলক নির্বাচন করতে কমিশন থেকে দুইবার বিএনপিকে আহবান জানানো হয়েছে জানিয়ে সিইসি বলেন, ভবিষ্যতে আরো জানানো হবে। তাদের নির্বাচনে আনতে আমাদের প্রচেষ্টা রয়েছে। সরকারও এ বিষয়ে আন্তরিক বলে জানান তিনি।
এর আগে বরিশাল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার। কাজী হাবিবুল আউয়াল।
বিভাগীয় কমিশনার আমিন উল আহসান-এর সভাপতিত্বে বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভায় নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, আইডিই প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল রেঞ্জের ডিআইজি আক্তারুজ্জামান, মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।