Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃক্ষরোপণ হোক সর্বব্যাপী

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশের আয়তন এক লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার। এর মধ্যে বনভূমির পরিমাণ ২৬ হাজার বর্গকিলোমিটার, যা দেশের মোট আয়তনের প্রায় ১৭.৬২ শতাংশ। অথচ একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। এর জন্য জনসংখ্যা বৃদ্ধি এবং আমাদের অসচেতনতা দায়ী। অসচেতনতাবশত বৃক্ষ নিধনের ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছে। ফলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরা, সামুদ্রিক ঝড়, জলোচ্ছাস আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। নগরায়ন ও বন নিধনের ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। ফলে পরিবেশের সঙ্গে যুক্ত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের নতুন মাত্রা। জলাবদ্ধতা, মরুময়তা, উপকূলীয় অঞ্চলের প্রায় ১৮ শতাংশ সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ার সম্ভাবনা, উপকূলীয় অঞ্চলে কৃষি জমির লবণাক্ততা বৃদ্ধি এবং সর্বোপরি খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা মোকাবেলা করতে হলে সর্বপ্রথম জনসচেতনতা বাড়াতে হবে। বৃক্ষরোপণের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে। আমাদের দেশে যে বনায়ন রয়েছে তার সঠিক পরিচর্যা করতে হবে এবং বনায়ন বৃদ্ধিতে জনসাধারণকে উৎসাহিত করতে হবে। সর্বোপরি সবার মধ্যে সচেতনতার উদ্রেক হলেই একমাত্র প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। আবু মুছা শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃক্ষরোপণ

৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন