Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১১:৪৫ পিএম

চট্টগ্রাম বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বুধবার বন্দর ভবন চত্বরে একটি আম্রপালী গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারমান রিয়ার এডমিরাল এম শাহজাহান। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বন্দরের বিভিন্ন অফিস, আবাসিক এলাকা, স্কুল, কলেজ, হাসপাতাল, রেস্ট হাউসসহ বিভিন্ন স্থাপনার আশপাশে পর্যাপ্ত সংখ্যক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
বন্দরের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশ বিপর্যয় থেকে রক্ষায় এ বৃক্ষরোপণ অভিযান অর্থনৈতিকভাবে ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় বন্দরের সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং) মো. জাফর আলম, সদস্য (অর্থ) মো. কামরুল আমিন, সদস্য (প্রকৌশল) কমডোর এম নিয়ামুল হাসান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ বন্দরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ