Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ. লীগে ১২ বিএনপিতে একক প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া-১ : নাসিরনগরে বইছে নির্বাচনী হাওয়া

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে মোয্যাম্মিল হক মাছুমী | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগরে আ.লীগ, জাতীয় পার্টি ও মহাজোটের অন্যান্য শরিক দল থেকে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা প্রচার-প্রচারণা ও দৌড়ঝাপ শুরু করেছেন। তবে বিএনপির একক প্রার্থী থাকলেও ধোঁয়াশার মধ্যে রয়েছেন নেতাকর্মীরা। দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী হাওয়া ততই বাড়ছে। উদ্দীপনাও দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নেতাদের ছবিসহ দোয়া চেয়ে চালোনো হচ্ছে ব্যাপক প্রচারণা। ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে লোকসংখ্যা সাড়ে তিন লাখ। মোট ভোটার সংখ্যা দুই লাখ ১৩ হাজার ৯৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ১০ হাজার ৪৪৭ জন ও নারী ভোটার সংখ্যা এক লাখ তিন হাজার ৫২৩ জন।

এদিকে নির্বাচনে অংশ নিতে আ.লীগ আগে থেকেই মাঠে নামলেও বিএনপি কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় রয়েছে। ২০১৮ সালের ডিসেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে আ.লীগের প্রায় এক ডজন প্রার্থী থাকলেও বিএনপি একক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। বিএনপি এই আসনটিতে কখনো জয়লাভ করতে পারেনি। বিগত ১০টি সংসদ নির্বাচনে আ.লীগ পাঁচবার, জাতীয় পার্টি তিনবার এবং স্বতন্ত্র দুইবার এ আসনে জয়লাভ করে। সৎ মানুষ খ্যাত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক এমপির মৃত্যুতে ২০১৭ সালের ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের উপ-নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় আ.লীগ প্রার্থী বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী রেজোয়ান আহমেদকে (লাঙ্গল) হারিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন।

ছয় মাস যেতে না যেতেই আবার একাদশ সংসদ নির্বাচন। বর্তমান এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রামকে আবারো নির্বাচিত করতে প্রস্তুত আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতিটি গ্রামগঞ্জের উন্নয়নের স্বার্থে ছুটে চলেছেন, করছেন গণসংযোগ ও কর্মীসমাবেশ। তবে আ.লীগের বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয় থাকলেও বিএনপির রয়েছেন একজন প্রার্থী। আর জাতীয় পার্টি (এরশাদ) জোট থেকে রয়েছেন তিনজন প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রার্থীরা হলেন- বর্তমান এমপি বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, মরহুম মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মিণী আলহাজ দিলশাদ আরা বেগম মিনু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা এম এ করিম, যুক্তরাজ্য আ.লীগ সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ এহসান, যুক্তরাষ্ট্র আ.লীগের সহ-সভাপতি এ কে এম আলমগীর, কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ-বিষয়ক সম্পাদক আলহাজ মো. নাজির মিয়া, বাংলাদেশ আওয়ামী প্রজম্ম লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইহতেশামুল কামাল, জেলা কৃষক লীগের নির্বাহী কমিটির সদস্য মো. আলী আশ্রাফ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আইন-বিষয়ক সম্পাদক রাখেশ চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নাসির নগরের সভাপতি আদেশ চন্দ্র দেব, কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা পাঠাগার ও প্রশিক্ষণ-বিষয়ক সম্পাদক এম বি কানিজ।

এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সৈয়দ একে একরামুজ্জামান একাই বিএনপির প্রার্থী। এখানে বিএনপিতে নেই কোন্দল ও মনোনয়নের লড়াই। কোনো হাঁকডাকও নেই।

তবে এরশাদের জোট থেকে মনোনয়ন প্রত্যাশী ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল ব্যাপক প্রচারণার মাধ্যমে প্রতিটি কর্মীসভা ও গণসংযোগ করে যাচ্ছেন যা আগামী নির্বাচনে তার জন্য একটি সূবর্ণ-সুযোগ এনে দিতে পারে বলে মনে করছেন ফ্রন্টের নেতারা।

অপর দিকে এরশাদ জোটে থাকা বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা হাফেজ যুবায়ের আহমদ আনসারীও সংবাদ সম্মেলন প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছেন। তিনি বলছেন আমাকে জোট থেকে মনোনয়ন দিলে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ।

অন্যদিকে কেন্দ্রীয় জাতীয় কৃষক পার্টির নির্বাহী কমিটির সদস্য শাহানুল করিম মাঠ চষে বেড়ালেও সেলিমের বড়ভাই কেন্দ্রীয় নেতা রেজোয়ান আহমেদও মনোনয়ন প্রত্যাশী। ইসলামী ঐক্যজোটের প্রার্থী এ কে এম আশরাফুলের নামও শোনা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ