Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকাশ থেকে সাবমেরিন ধ্বংসে নতুন অস্ত্র চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

চীন একটি ডুয়েল-পারপাস লেজার সজ্জিত স্যাটেলাইট তৈরির লক্ষ্যে কাজ করছে। প্রজেক্ট গুয়ানলান নামে এই স্যাটেলাইট গত মে মাসে উৎক্ষেপণ করা হয়। সমুদ্রে চলাচলের উপর নরজদারি করা ও শত্রুর সাবমেরিনকে আকাশ থেকেই ঘায়েল করা এই প্রকল্পের লক্ষ্য। মান্দারিন ভাষায় গুয়ানলান শব্দের অর্থ ‘বড় ঢেউ পর্যবেক্ষণ’। চীন এখন যে প্রযুক্তি লাভের চেষ্টা করছে অতীতে অনেক চেষ্টা করেও তা হাসিল করতে পারেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। প্রায় ২৫ বছর ধরে বিজ্ঞানীরা চেষ্টা করছেন এমন এক অস্ত্র তৈরির জন্য যাতে লাইট ডিটেকশন এন্ড রেঞ্জিং (লিডার) প্রযুক্তি ব্যবহার করে সাবমেরিন ঘায়েল করা যায়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ মিটার নিচ পর্যন্ত প্রবেশে সক্ষম হয়েছে। কিন্তু এটা যথেষ্ট নয়। বেশিরভাগ নৌবাহিনীর সাবমেরিন চলে পানির অন্তত ৫০০ মিটার নিচ দিয়ে। নাসার তহবিলপুষ্ট কিছু গবেষণা সা¤প্রতিক সময়ে এ ক্ষেত্রে কিছুটা সফল হয়। এসএএম।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ