Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতা মেডিক্যাল কলেজে আগুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ৩:৪৭ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লাগার খবর জানা গেছে। বুধবার সকালে হাসপাতালের ফার্মেসি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সকাল ৮টার দিকে হাসপাতালের নিরাপত্তা রক্ষী এবং রোগীদের স্বজনরা হাসপাতাল ভবনে ধোঁয়া দেখতে পান। সেই আগুনের উৎস বোঝার আগেই গাঢ় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালজুড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং তাদের স্বজনদের মধ্যে।
হাসপাতালের ওই ভবনটিতে রয়েছে কার্ডিওলজি, আইসিইউ, পুরুষ এবং নারীদের মেডিসিন বিভাগের ওয়ার্ড।
আগুন ছড়িয়ে পড়লে নিরাপত্তা কর্মীরা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে প্রথমে দমকলের চারটি ইউনিট পৌঁছায়। পরে আগুনের তীব্রতায় আরও ছয়টি ইউনিট আনা হয়। কিন্তু ততক্ষণে পুরো হাসপাতাল চত্বর প্রচণ্ড ধোঁয়ায় ঢেকে যায়।
আগুনের ধোঁয়া বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করলে আরও অসুস্থ হয়ে পড়তে শুরু করেন রোগীরা। অনেকের অক্সিজেন চলছিল। তড়িঘড়ি হাসপাতাল কর্মীরা এবং দমকল বাহিনীর সদস্যরা এসব রোগীদের একটা বড় অংশকে ওয়ার্ড থেকে নিচে নামিয়ে আনেন। এই কাজে যুক্ত হন রোগীদের স্বজনরাও।
প্রাথমিকভাবে দমকল বাহিনী সূত্রে জানা গেছে, হাসপাতাল ভবনে ওষুধের কাউন্টারে আগুন লেগেছে। বেশি ধোঁয়া থাকায় দমকল কর্মীরাও ভেতরে ঢুকতে পারছিলেন না। পরে গ্যাস মাস্ক পরে তারা ভেতরে ঢোকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ