রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মিসতাউল ইসলাম সাদিদ (১৪) নামের এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, মাগুরার বেলনগর গ্রামে নিজ বাড়িতে সোমবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। মিসতাউল সাদিদ বিজ্ঞান বিভাগের নবম শ্রেনীতে অধ্যায়নরত ছিল। বন্ধুমহলে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সাদিদকে সন্দেহের ভিত্তিতে অভিযুক্ত করা হয়। এই ঘটনায় তার পরিবার থেকে শুরু করে বিদ্যালয়ের কর্মচারীদের অপবাদে সে মানসিকভাবে ভেঙে পড়ে বলে তার বন্ধু তানভীর জানায়। এরপর সন্ধায় বাড়ি ফিরেই বৈদুতিক পাখায় রশি ঝুলিয়ে আত্মহত্যার পথ বেঁছে নেয়। মাগুরা সদর থানার এস আই আলমগীর হোসেন জানান, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় স্কুলের ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।