Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় ৪ জনের কারাদন্ড

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদ দাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন মেয়াদে ৪জনকে কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল রোববার সকালে উপজেলার টুপরিয়া এলাকায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে অভিযান চালায় মোবাইল কোর্ট এ সময় বাসের ছাদে অতিরিক্ত যাত্রিবহন করার অপরাধে দত্তডাঙ্গা গ্রামের রুস্তুম শেখের ছেলে সাহাদাৎ শেখ (৩১) কে ৭ দিন ও গাড়ির বৈধ কাগজপত্র না থাকার অপরাধে চরপুকুরিয়া গ্রামের টুকু শেখের ছেলে মহিদুল শেখ (২৬) কে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচারক উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান। এছাড়াও ১২টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করে প্রত্যেক গাড়িতে প্রয়োজনীয় কাগজপত্র রাখা, অতিরিক্ত যাত্রীবহন না করা এবং হেলপার দিয়ে গাড়ী না চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। অপর দিকে শনিবার রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের টিকরিবাড়ী গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করে জনসাধারনের চলাচলের জন্য সরকারি রাস্তা ভেঙ্গে ফেলার অপরাধে ঐ গ্রামের বিন্দু বাড়ৈর ছেলে প্রফুল্ল বাড়ৈ (৭১) ও রবিন্দ্রনাথ বাড়ৈ(৫০) কে মাটি ব্যবস্থাপনা ও বালু মহাল আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠান মোবাইল কোর্টের বিচারক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদন্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ