Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় খেলোয়াড় সমাবেশ

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

মাগুরায় প্রক্তন খেলোয়াড়দের সমাবেশ গতকাল শুক্রবার সকাল ৯টায় স্থানীয় সৈয়দ আতর আলী পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর হাবিবুল হাসানের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর। সমাবেশে জেলা, ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, সাবেক কৃতী খেলোয়াড় অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সোহরাব হোসেন,কাজী সঞ্জয় জামান বিপু, কমল, আহাম্মদ, বারিক আনজাম, আবু বাকের বক্তব্য রাখেন। সমাবেশে মাগুরা শহরের প্রায় দু‘শতাধিক প্রাক্তন খেলোয়াড় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর উপস্থিত প্রাক্তন খেলোয়াড়দের সোনালী অতীত হিসেবে উল্লেখ করে মাগুরার হৃত গৌরব ফিরিয়ে আনার জন্য সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি প্রাক্তন খেলোয়াড়দের কল্যাণে মাগুরা ক্রীড়া সংস্থার একাট কক্ষ বরাদ্দের আহ্বান জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ