Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ. সুদানে গৃহযুদ্ধে নিহত চার লাখ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

দক্ষিণ সুদানে প্রায় পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধে কমপক্ষে ৩ লাখ ৮২ হাজার ৯০০ মানুষ নিহত হয়েছে। প্রাণহানির এ সংখ্যা আগের হিসাবকে ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, সিরিয়ায় সাত বছর ধরে চলমান সংঘর্ষে নিহতের সংখ্যার চেয়েও তা বেশি। লন্ডন স্কুল অব হাইজিন এবং ট্রপিক্যাল মেডিসিন ইউনিভার্সিটির এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। সংঘর্ষে সরাসরি মৃত্যু এবং এ কারণে সৃষ্ট অসুখ-বিসুখ ও স্বাস্থ্যসেবার সুযোগ কমে আসার কারণে মৃত্যু- এ দুটি মানদণ্ডের নিরিখে পরিসংখ্যানমূলক গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আগের হিসাবে এ মৃত্যুর সংখ্যা আরো কম ছিল। ২০১১ সাল থেকে শুরু হওয়া সংঘর্ষে সিরিয়ায় এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানগুলোর জরিপে দেখা গেছে, ২০১৩ সালের ডিসেম্বরে দক্ষিণ সুদানে শুরু গৃহযুদ্ধে। মূলত দেশটির উত্তর-পূর্ব এবং দক্ষিণের অঞ্চলগুলোয় কেন্দ্রীভূত ছিল। গবেষণায় বলা হয়, দক্ষিণ সুদানে মানবিক সহায়তা আরো শক্তিশালী হওয়া প্রয়োজন এবং সব পক্ষকেই জরুরি ভিত্তিতে চলমান সংঘর্ষের সমাধান খুঁজতে হবে। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং বিদ্রোহীদের নেতা রিয়েক মাচার চলতি মাসে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তিতে সই করেছেন। বিশ্বের নবীনতম দেশটিতে যুদ্ধ বন্ধের এটি সা¤প্রতিক উদ্যোগ। এর আগেও একটি শান্তিচুক্তি সই হয়। কিন্তু রাজধানী জুবায় কয়েক দিনব্যাপী যুদ্ধের পর তা ভেস্তে যায়, বিদ্রোহী নেতা মাচার প্রাণ বাঁচাতে পালিয়ে যান। কয়েক দশকের গৃহযুদ্ধের পর প্রতিবেশী উত্তর সুদান থেকে স্বাধীন হতে ২০১১ সালে দক্ষিণ সুদানে ভোট গ্রহণ করা হয়। কিন্তু স্বাধীনতার দুই বছর পরই দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ