রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন দিনদিন গরম হয়ে উঠছে। মাগুরা জেলা তার বাইরে নয়। দলীয় মনোনয়ন পেতে অনেকেই তৎপরতা চালিয়ে যাচ্ছে। মাগুরা তার বাইরে নয়। মাগুরা জেলা বিএনপির রাজনীতিতে অন্যতম আলোচিত তারুন্যের প্রতিক সাবেক ছাত্র নেতা মনোয়ার হোসেন খান মাগুর-১ আসন এ মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘদিন দলের আন্দোলন সংগ্রামে গুরুত্বপুর্ণ ভ‚মিকা পালন করে এবং এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করে তার অবস্থান মজবুত করেছেন জানান বিএনপির তৃণমূলকর্মীরা। মাগুরা সদর উপজেলার পৌরসভাসহ ৯টি এবং শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে মাগুরা সংসদীয় আসন গঠিত। দলীয় কোন্দলের কারনে এ আসনটি বিএনপিকে হারাতে হয়। বর্তমানে এ আসনে গত ভোটার বিহীন নির্বাচনে আওয়ামী লীগের মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওহাহহাব সংসদ সদস্য নির্বাচিত হন। মাগুরা পৌর সভার সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব ওয়াজেদ আলী খাঁনের পুত্র মনোয়ার হোসেন খান ছাত্র জীবনে ১৯৮৫ থেকে১৯৯০ সাল পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য ছিলেন। পরবর্তীতে মাগুরা জেলা বিএনপির রাজনীতিতে জড়িত হয়ে জেলা বিএনপির সহ- সভাপতি ও যুগ্ম আহবায়কের দায়িত্ব যোগ্যতার সাথে পালন করেন। তিনি দেশের সেরা একটি ওষূধ কোম্পানীতে চাকুরীর সুবাদে জেলার কয়েক হাজার যুবককে বিভিন্ন পদে চাকুরী দিয়ে ও গরীব দুঃখী মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে আলোচনায় আসেন। তিনি এলাকায় প্রতিষ্টা করেন বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ এমএসসি পরবর্তীতে এমবিএ পাশ করেন। তরুন এ নেতা ৫ জানুয়ারীর পর সরকার বিরোধী আন্দোলনে নেপথ্যে থেকে ব্যাপক ভূমিকা রাখেন। আর এ কারনেই যার সাথে তার কো সম্পৃক্ততা নেই সেই পেট্রোলবোমা হামলার মামলায় তাকে আসামী করা হয়। তার জনপ্রিয়তাই তার বিরুদ্ধে এ মামলা বলে উল্লেখ কওে বলেন, এলাকার সঙ্গে তিনি নিবিড় যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। তাকে সঙ্গে নিয়ে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় নেতা কর্মী ও সমর্থকরা সরকারের বাঁধা উপেক্ষা করে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনিই মাগুরা বিএনপি সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে তার যোগাযোগ করছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।