পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় নির্বাচনকালীন সরকার, সেনাবাহিনী মোতায়েন, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ বেশ কয়েকটি দাবিতে ২৯ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দেয় বিএনপি। গত ২৪ সেপ্টেম্বর পুলিশের পক্ষ থেকে এই জনসভার জন্য অনুমতি দেয়া হয় বলে জানিয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে লক্ষে প্রস্তুতিও শুরু করেন দলের নেতারা। তবে হঠাৎ করেই ২৬ সেপ্টেম্বর পুলিশের পক্ষ থেকে বিএনপিকে জানানো হয় ২৯ সেপ্টেম্বর আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলের কর্মসূচি থাকায় বিএনপি জনসভার অনুমতি পাবে না। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে গিয়ে ২৯ সেপ্টেম্বর জনসভার অনুমতির বিষয়ে কথা বলেন। পুলিশ ওইদিন সমাবেশ না করার জন্য বলেছে বলে জানান সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
তবে পুলিশের পক্ষ থেকে অনুমতি না দেয়া হলেও ২৯ সেপ্টেম্বর জনসভা সফল করার জন্য বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা বিভাগের সকল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নিয়ে যৌথসভা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।