মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছে ব্রিটেনে বিরোধী লেবার দল। এছাড়া, এবারের সম্মেলনে দলের এক লাখ ৮৮ হাজার সদস্য ফিলিস্তিনকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখার পক্ষে মত দিয়েছেন। লিভারপুলে মঙ্গলবার দলের বার্ষিক সম্মেলেন শেষে লেবার দল এই আহ্বান জানায়। সম্মেলনে ফিলিস্তিন ইস্যু নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণ ইসরাইল-বিরোধী ‘মার্চ অব নোট রিটার্ন’ বিক্ষোভ করে আসছে এবং সে বিক্ষোভ দমন করতে ইসরাইল যেসব অস্ত্র ব্যবহার করছে তার মধ্যে ব্রিটিশ অস্ত্রও রয়েছে। ৩০মার্চ থেকে ইসরাইলি সেনাদের হাতে এ পর্যন্ত নারী-শিশুসহ ১৮০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মঙ্গলবারের সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় লেবার দলের শ্যাডো পররাষ্ট্রমন্ত্রী এমিলি থর্নবেরি বলেন, লন্ডনকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, ফিলিস্তিনি নিরপরাধ জনগণের ওপর হামলা করতে ব্রিটিশ অস্ত্র ব্যবহৃত হচ্ছে না। লেবার দলের এই আহ্বান ও অবস্থানকে ব্রিটিশ সরকারের জন্য শক্ত বার্তা বলে মনে করা হচ্ছে। তবে, ব্রিটেনে ইঞ্জিনিয়ারিংয়ের ফিলিস্তিনি অধ্যাপক কামাল হাওয়াশ তাতে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে অস্ত্র নিষেধাজ্ঞা দেয়ার সম্ভাবনা একেবারেই কম। তিনি বলেন, ব্রিটিশ সরকার ইসরাইলের কাছে স্নাইপার রাইফেল বিক্রি করে এবং ইহুদিবাদী সেনারা সেই স্নাইপার রাইফেল দিয়ে ফিলিস্তিদের হত্যা করে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।