Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋষি সমস্যার সমাধান নন : লেবার পার্টি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ায় বিরোধী লেবার দল থেকে প্রতিক্রিয়া দেয়া হয়েছে। দলটি বলেছে, দেশ শাসন করার ম্যান্ডেট নেই ঋষি সুনাকের। তিনি দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানও নন। প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের প্রথম বক্তব্যের জবাবে লেবার পার্টির চেয়ার আনিলিসে ডোডস বলেছেন, দেশের প্রয়োজন একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে ফ্রেসভাবে সব কিছু শুরু করা। তার ভাষায়, ঋষি সুনাক বলেছেন, সমস্যার সমাধান তিনি, যখন মূল সমস্যাটা রয়েছে কনজারভেটিভদের মধ্যে। কনজারভেটিভরা গত ১২ বছর ধরে ব্যর্থ। এর অংশ ঋষি সুনাকও। গত নির্বাচনে উচ্চ ট্যাক্স, নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ভোট দেয়নি জনগণ। ঋষি সুনাক তার বক্তব্যে বলেছেন, ২০১৯ সালে যে ম্যান্ডেট জিতেছে তার দল সেটা কোনো একক ব্যক্তির নয়। কিন্তু সুদৃঢ় নীতি প্রস্তাবে ঋষি সুনাকের ঘাটতি আছে বলে এর সমালোচনা করেন আনিলিসে ডোডস। তিনি বলেন কনজারভেটিভ দলের অর্থনৈতিক ব্যর্থতার মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঋষি সমস্যার সমাধান নন : লেবার পার্টি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ