Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দেয়াল চাপা পড়ে একজনের মৃত্যু

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার: | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

সাতক্ষীরায় বাথরুমের হাউজ তৈরি করতে গিয়ে দেয়াল চাপা পড়ে মোসলেম কারিকর (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। মোসলেম কারিকর একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বড়দল গ্রামের জনৈক পশুপতির বাড়িতে মোসলেম কারিকরসহ তিনজন শ্রমিক বাথরুমের হাউজ নির্মাণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ দেয়াল ধ্বসে মোসলেম কারিকরের মাথায় পড়লে মাথা ফেটে কান দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধুলিহর ইউপি সদস্য রাজ্জাক মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ