Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর মহাখালী থেকে দূরপাল্লার বাস বন্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৫ পিএম
বাস চালককে মারধরের প্রতিবাদে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা।
আজ মঙ্গলবার সকাল থেকে পূর্ব নির্ধারিত কোন ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেন তারা। সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাস শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এনা পরিবহনের এক চালককে পিটিয়ে আহত করেন স্থানীয়রা।
এর জেরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনায় মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে রাত ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
কিন্তু আজ মঙ্গলবার সকাল থেকে চালক-শ্রমিকরা আবারো গাড়ি বন্ধ করে দেন। শ্রমিকরা জানান, এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে ধর্মঘট চলবে।
ঢাকা পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, এটা আমাদের কেন্দ্রীয় কোন সিদ্ধান্ত নয়। চালককে মারধরের প্রতিবাদে শ্রমিকরা বাস বন্ধ রেখেছেন।
তিনি মহাখালী বাস টার্মিনালে যাচ্ছেন জানিয়ে বলেন, আমরা শ্রমিকদের সঙ্গে আলাপ করে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।
এদিকে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এ টার্মিনাল থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ