Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাখালীতে মাদকবিরোধী শোভাযাত্রা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম

রাজধানীর মহাখালীতে মাদকমুক্ত সমাজ, বাংলাদেশ আয়োজিত মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় মহাখালী ‘রাওয়া হল’ থেকে জাহাঙ্গীর গেট মোড় পর্যন্ত এ শোভাযাত্রা প্রদক্ষিণ করেন। শোভাযাত্রায় আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি সকাল ৯টায় রাওয়া হল থেকে শুরু হয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত যায়। জাহাঙ্গীর গেট থেকে ঘুরে এসে শুরু স্থান রাওয়া হলে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায় মাদকবিরোধী বিভিন্ন ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে রাওয়া হলে ‘দক্ষিণ এশিয়ার অবৈধ মাদক এবং বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান। এছাড়া বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, সাবেক আইজিপি ড. এম এনামুল হক, নর্থসাউথ ইউনিভারসিটির প্রফেসর ড. এমদাদুল হক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ