Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাফর ইকবালের অজানা গল্প নিয়ে অনুষ্ঠান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আজ চলচ্চিত্রের চিরসবুজ তারকা জাফর ইকবাল ৬৮তম জন্মবার্ষিকী। অকাল প্রয়াত এই চিত্রনায়ককে শ্রদ্ধা ও স্মরণ করতে স¤প্রতি নির্মিত হয়েছে বিটিভির ঐতিহ্যবাহী অনুষ্ঠান ছায়াছন্দর বিশেষ একটি পর্ব ‘চিরসবুজ জাফর ইকবাল। এটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন লেখক-উপস্থাপক ইকবাল খন্দকার। লুৎফর রহমান রবিনের প্রযোজনায় নির্মিত এই পর্বে জাফর ইকবাল স¤পর্কে এমন কিছু তথ্য পরিবেশন করা হয়েছে, সেগুলো স¤পর্কে সাধারণ দর্শক খুব কমই অবগত। এছাড়া সংযোজন করা হয়েছে জাফর ইকবাল অভিনীত চলচ্চিত্রের দুর্লভ কিছু ফুটেজ এবং গান। এ স¤পর্কে ইকবাল খন্দকার বলেন, জাফর ইকবাল চিরবিদায় নিয়েছেন দুই যুগেরও বেশি সময় আগে। এখনও তাঁর সম্ম্পর্কে ব্যাপক আগ্রহ মানুষের। এই অনুষ্ঠানে আমরা এমনসব তথ্য সংযোজনের চেষ্টা করেছি, যেগুলো বর্তমান প্রজন্মের তো বটেই, পূরণ করবে ভবিষ্যৎ প্রজন্মের দর্শকদের আগ্রহও। ছায়াছন্দর বিশেষ এই পর্বটি বিটিভিতে প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুষ্ঠান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ