Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হংকং ন্যাশনালিস্ট পার্টি নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

স্বাধীনতাপন্থী একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যাচ্ছে হংকং। ২১ বছর আগে যুক্তরাজ্য শহরটির নিয়ন্ত্রণ চীনের হাতে ছেড়ে দেওয়ার পর প্রথমবারের মতো সেখানে হংকং ন্যাশনালিস্ট পার্টি নামের একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন তার সার্বভৌমত্বের প্রশ্নে কোনও ছাড় না দেওয়ার ব্যাপারে জোরালো অবস্থান নেওয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে হংকং। ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে হস্তান্তর করে ব্রিটেন। চীনের অধীনস্ত হলেও সাবেক এই ব্রিটিশ উপনিবেশটির মৌলিক আইন সম্বলিত একটি সংবিধান রয়েছে, যার মাধ্যমে আধা সায়ত্ত¡শাসিত অঞ্চলটিতে কিছু সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়। গত অর্ধশতকের বেশি সময় ধরে চলা চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ওই সংবিধান। তবে আধা-সায়ত্ত¡শাসিত অঞ্চল হংকং মত প্রকাশের স্বাধীনতাসহ কিছু বিষয়ে মূল ভূখন্ডের চেয়ে অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা ভোগ করে থাকে। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হংকং

২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ