রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড় যাদবপুরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে অন্তঃস্বত্তা গৃহবধূকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীসহ সকল আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী।
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা সদরের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে উপজেলা পরিষদ সড়কে সকল যান চলাচল বন্ধ থাকে। এতে প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, দৈনিক সাগরকুল পত্রিকার সম্পাদক নেসার উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সারওয়ার, রামনা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, ইউপি সদস্য জাকারিয়া সোহাগ, নিহত গৃহবধূর ছেলে মো. হাসান প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে হত্যা মামলার প্রধান আসামি নিজাম উদ্দিনসহ সকলকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ ছাড়া ঘটনার দিন তাৎক্ষণিক বরগুনা পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন ও পাঁচ আসামিকে গ্রেফতার করায় বামনা থানা পুলিশকে ধন্যবাদ জানায়।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সোমবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী প্রতিপক্ষরা আসমা বেগম ডালিম (৪০) নামে তিন মাসের অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।