Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওবাদীদের গুলিতে অন্ধ্রপ্রদেশের দুই বিধায়ক নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৪৩ পিএম

গোটা রাজ্যজুড়ে লাগাতার অভিযান চললেও মাওবাদীদের নির্মূল করতে চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ দিল অন্ধ্রপ্রদেশ সরকার৷ রবিবার সকালে মাওবাদীদের গুলিতে প্রাণ হারালেন অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলুগু দেশম পার্টির দুই বিধায়ক৷ অন্ধ্রপ্রদেশের আরাকুর বিধায়কদের গাড়ি থামিয়ে গুলি ছুড়ে চম্পট দেওয়ার অভিযোগ অন্ধ্রের মাও স্কোয়াডের বিরুদ্ধে৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারির খবর পাওয়া না গেলেও নতুন করে শুরু মাওদমন অভিযান৷ বিধায়ক কিদারি সর্বেশ্বর রাও ও প্রাক্তন বিধায়ক শিভেরি সোম মাওবাদীদের গুলিতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনম থেকে ১২৫ কিলোমিটার দূরে থুটাঙ্গি গ্রামে৷
রবিবার নিজের নির্বাচনী কেন্দ্রে একটি সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন ওই দুই বিধায়ক৷ অভিযোগ, আগাম খবর পেয়ে থুটাঙ্গি গ্রামে ওত পেতে বসে ছিল মাওবাদীদের একটি স্কোয়াড৷ বিধায়কের গাড়ি থুটাঙ্গি জঙ্গলে ঢুকতেই জনা ৫০ জনের একটি দল শাসকদলের দুই বিধায়ককে ঘিরে ধরে৷ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় এলোপাথাড়ি গুলি৷ বিধায়কের নিরাপত্তারক্ষীরা পালটা গুলি চালালেও তা ধোপে টেকেনি৷ গুলিবর্ষণ করে ঝাঁঝরা করে দেওয়া হয় দুই বিধায়কের দেহ৷ ঘটনায় গুরুতর জখম হন দুই নিরাপত্তা কর্মী৷ দুই বিধায়ককে গুলি করে খুনের পর ফের গভীর জঙ্গলে চম্পট দেয় অভিযুক্তরা৷ পরে, পুলিশ পৌঁছে দেহ দুটি উদ্ধার করে৷ সূত্রঃ জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাওবাদী

১২ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ