Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন হয়েই জর্জিয়ায় জিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

দাবা অলিম্পিয়াডে খেলতে বৃহস্পতিবার রাতে জর্জিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা ছিলো গ্র্যান্ড মাস্টার (জিএম) জিয়াউর রহমানের। কিন্তু পরের দিন সকালে তাকে দেখা গেল বাংলাদেশ দাবা ফেডারেশনের অফিসে। মূলত সাংবাদিক শাহনুর খান স্মৃতি প্রথম আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবায় খেলতেই তিনি সেখানে যান। অংশ নেন দিনব্যাপী এই টুর্নামেন্টে। সাত ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে শিরোপাও জিতে নেন। শেষ পর্যন্ত শাহনূর স্মৃতি দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই দাবা অলিম্পিয়াড খেলতে শুক্রবার রাতে জর্জিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন গ্র্যান্ড মাস্টার জিয়া। ছয় পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে সৈয়দ মাহফুজুর রহমান ইমন রানারআপ, মোহাম্মদ শামীম তৃতীয় এবং জাবেদ আল আজাদ চতুর্থ হন। এর আগে জেট স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ১২১ দাবাড়–দের অংশগ্রহনে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি। এসময় ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমির আলী রানা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জেট স্পোর্টসের স্বত্ত্বাধিকারী এনামুল হক এনাম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ