Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জম্মু ও কাশ্মীরে তিন পুলিশ কর্মকর্তা খুন

প্রাণনাশের হুমকির মুখে ২৪ পুলিশ সদস্যের পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ভারত শাসিত কাশ্মীরে প্রাণনাশের হুমকির মুখে ২৪ জনেরও বেশি বিশেষ পুলিশ কর্মকর্তার (এসপিও) পদত্যাগ করার খবর পাওয়া গেছে। শুক্রবার ওই এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের হাতে তিন এসপিও সদস্য নিহত হওয়ার পর তারা পদত্যাগ করলেন। যদিও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পদত্যাগের কথা প্রত্যাখান করে বলেছে, এটি একটি ‘ভুয়া’ খবর। এসপিও’র কয়েক সদস্যের এক ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাদেরকে পদত্যাগপত্র প্রদর্শন করতে দেখা যাচ্ছে। এসব পুলিশ কর্মকর্তার একজন বলছেন, ‘এমন পরিস্থিতিতে আমি আতংকিত। ফলে আমি চাকুরি ছেড়ে দিচ্ছি। আমি হলফনামা তৈরী করেছি এবং পদত্যাগের ফর্ম এনেছি। পদত্যাগের অনুমোদন নেয়ার জন্য আমি বৃহস্পতিবার পুলিশ বিভাগে গিয়েছি।’ এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব কর্মকর্তার পদত্যাগের খবরকে ভুয়া এবং অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেছে। এর আগে জম্মু ও কাশ্মীর রাজ্যে তিন পুলিশ কর্মকর্তাকে অপহরণের পর হত্যা করেছে জঙ্গিরা। শুক্রবার সকালে রাজ্যের সোপিয়ান জেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা। মহররমের আগের দিন বৃহস্পতিবার রাতে সোপিয়ান জেলার কারপান এলাকা থেকে প্রথমে চার পুলিশ কর্মকর্তাকে অপহরণ করে জঙ্গিরা। ওই চারজনের বাড়িতে ঢুকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায় তারা। এর পর আজ ভোরে তিনজনকে খুন করা হয়। ধারণা করা হচ্ছে, অপহৃতদের মধ্যে এক পুলিশকর্মী কোনোভাবে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। অপহৃত হওয়া পুলিশকর্মীরা ছিলেন ফিরদৌস আহমেদ কুচে, কুলদীপ সিংহ, নিসার আহমেদ ধোনি ও কনস্টেবল ফৈয়াজ আহমেদ ভাট। এদের মধ্যে কোন তিনজনকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। জঙ্গিরা তাদের গোপন ডেরা থেকে অপহৃত পুলিশকর্মীদের চাকরি থেকে পদত্যাগ করার শর্ত দেয়। সেই শর্ত না মানলে চরম পরিণতি হবে বলেও জানিয়ে দেওয়া হয়। এর পরেই মহররমের দিন আজ সকালে তিন পুলিশ কর্মকর্তার মৃতদেহ উদ্ধার হয়। জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদীনের নেতা রিয়াজ নাইকু পুলিশকর্মীদের হুমকি দেওয়ার পরে এই অপহরণ ও হত্যার ঘটনা ঘটল। গত মঙ্গলবার একটি অডিও ক্লিপে শোনা যায়, রিয়াজ নাইকু চার দিনের মধ্যে সমস্ত পুলিশকর্মীকে চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এমনকি কাশ্মীরের যুবকদের পুলিশে যোগদান করতেও নিষেধ করেন তিনি। পিটিআই, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ