মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তাঞ্জানিয়ায় গত বৃহস্পতিবারের ফেরিডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৩৬ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা দুইশ’ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দেশটির দক্ষিণাঞ্চলে লেক ভিক্টোরিয়াতে এই ফেরিডুবির ঘটনা ঘটে। ১০০ জনের ধারণক্ষমতার ফেরিটিতে ৩০০ জনের মতো আরোহী ছিল বলে ধারণা কর্মকর্তাদের। তাঞ্জানিয়ার ইলেক্ট্রিকাল, মেকানিকালা ও সেবা সংস্থা জানায়, বৃহস্পতিবার বিকালে উকারা দ্বীপের কাছে এমভি নিয়েরে নামের ফেরিটি ডুবে যায়। উকেরেই জেলা প্রশাসনের প্রধান জর্জ নিয়ামাহা বলেন, ‘ফেরিতে শতাধিক যাত্রী ছিল। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছি আমরা।’ ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী নিয়ে ফেরিটি যখন উইকেরেভি দ্বীপের একটি ডকে ভিড়তে যাচ্ছিল তখন যাত্রীরা সবাই এক পাশে অবস্থান নিলে এটি উল্টে যায়। মূলত এর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফেরিতে ভুট্টা, কলা ও সিমেন্টও নেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার প্রাথমিকভাবে ৪৪ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রাতে বিরতির পর শুক্রবার সকালে লেকে ফের উদ্ধার অভিযান শুরু হওয়ার পর বাড়তে থাকে লাশের সংখ্যা। স্বজনদের খোঁজে দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকায় ভিড় জমিয়েছেন বহু মানুষ। তাদের একজন দোমিনা মাউয়া জানান, ফেরিতে তার বাবা ও ছোট ভাই ছিল। ভাইয়ের জন্য একটি স্কুল ইউনিফর্ম ও অন্যান্য জিনিসপত্র কিনতে বুগোরোরা হাটে গিয়েছিল তারা। ফেরিডুবিতে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি। ইন্ডিপেনডেন্ট, ডিডব্লিউ, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।