Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঙলা শিক্ষকের দাবিতে বিক্ষোভ-গুলি, নিহত ২

উ. দিনাজপুরে লাশ চুরি ঠেকাতে কবর পাহারা দিচ্ছে গ্রামবাসী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম


পুলিশের গুলিতে নিহত দুই আন্দোলনকারী শিক্ষার্থীর লাশের চুরি ঠেকাতে কবর পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। সেখানে দাড়িভিট বিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময়ে গুলিতে মৃত্যু হয় দুই কলেজ ছাত্র রাজেশ ও তাপস বর্মণের। রীতি অনুযায়ী লাশ দাহ করার নিয়ম থাকলেও নিহতদের পরিবার তাদের লাশ কবর দিয়েছেন। কারণ একটাই নিহতদের পরিবার চায় সিবিআই তদন্ত। সেই তদন্তের স্বার্থেই তাদের লাশ না পুড়িয়ে কবর দেয়া হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দাড়িভিট হাইস্কুলে উর্দু শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ওই শিক্ষককে স্কুলে দেখেই বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-ছাত্রীরা। পুলিশ বিক্ষোভ ঠেকাতে সেখানে গুলি ছোড়ে। এতে ওই দুই ছাত্র নিহত হয়। তবে পুলিশের দাবি তারা বহিরাগতদের গুলিতে নিহত হয়েছে। এতেই পুলিশি তদন্তে আস্থা হারিয়েছে মৃত দুই ছাত্রের পরিবার এবং গ্রামবাসী। গ্রামবাসীদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশ হেনস্থা করছে বলেও অভিযোগ করেন তারা। খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় স্কুলে বাংলা মাধ্যমের শিক্ষক নিয়োগের দাবিতে চলমান বিক্ষোভে গুলিতে দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার জেলার ইসলামপুর এলাকার দাড়িভিটা হাইস্কুলে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা উত্তর দিনাজপুর জেলাজুড়ে। এর মধ্যে এ ঘটনার প্রতিবাদে শুক্রবার ক্ষমতাসীন বিজেপির ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) বন্ধের ডাক দেয়। উত্তর দিনাজপুর জেলাজুড়ে ১২ ঘণ্টার বন্ধে উত্তেজনা জেলায়। সকালে রায়গঞ্জে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাস। সংশ্লিষ্টরা জানান, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিটা হাইস্কুলে বাংলা মাধ্যমের শিক্ষক নিয়োগ করতে হবেÑ এই দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। শুরু হয় অবরোধ, ইট-পাথর নিক্ষেপ, বোমা-গুলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এতে পুলিশের গুলি লেগে রাজেশ সরকার নামের স্কুলের এক প্রাক্তন ছাত্রের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত হয় তাপস বর্মণ নামে স্কুলেরই একাদশ শ্রেণীর এক ছাত্র। তাপসের মৃত্যু হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া সংঘর্ষে সৌরভ বর্মণ নামের এক ছাত্রের পায়ে গুলি লেগে জখম হয় সে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। জানা গেছে, ইসলামপুরের দাড়িভিটা হাইস্কুলে বাংলা শিক্ষক কম থাকা সত্তে¡ও সেখানে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে সংস্কৃত ও উর্দুর শিক্ষক। এই অভিযোগ তুলে কয়েক দিন ধরেই দাড়িভিটা হাইস্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ দেখাতে থাকে। স্কুলের শিক্ষার্থীরা জানতে পারে, স্কুলে একজন সংস্কৃত ও একজন উর্দুর শিক্ষক যোগ দিয়েছেন। এরপর বিক্ষোভে ফেটে পড়ে তারা। শিক্ষার্থীরা স্কুলের ফটকে তালা ঝুলিয়ে দেয়। এরপর তারা বেলা দেড়টা নাগাদ ইসলামপুর-গোয়ালপোখর সড়ক অবরোধ করে। দুই ঘণ্টা পরে পুলিশ অবরোধ তুলতে গেলে এবং স্কুলের তালা খুলতে গেলে সংঘর্ষ বাধে। এবিপি, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ