মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শুক্রবার সকালে ৮০ কিলোমিটারেরও বেশি বেগে ভারতের ওড়িশা রাজ্যের গোপালপুরে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘দয়া’। স্থানীয় প্রশাসন জানায়, ‘দয়া’র প্রভাবে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোপালপুর সংলগ্ন এলাকা। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় তুমুল বৃষ্টি শুরু হয়েছে। তার পরোক্ষ প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। খবর আনন্দবাজার অনলাইন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিপাত হবে যা চলবে শনিবারও।
খবরে বলা হয়, ওড়িশা উপকূলে আছড়ে পড়া ঘুর্ণিঝড় পরবর্তী ১২ ঘণ্টায় ধীরে ধীরে শক্তি হারাবে ও গভীর নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতর বলেছে, গভীর নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে। পাশাপাশি, কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গ ছাড়াও বীরভুম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদেও বৃষ্টিপাত হবে।
দয়া’র প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।