Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইদলিব সুরক্ষায় আরও সেনা পাঠাবে তুরস্ক

তুর্কি নাগরিকত্ব নেয়ার শর্ত শিথিল করলেন এরদোগান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, হামলা ঠেকাতে তার দেশ সিরিয়ার ইদলিব প্রদেশে আরও সেনা মোতায়েন করবে। রাশিয়ার সঙ্গে এক চুক্তিতে পৌঁছার পর তিনি এ কথা বলেছেন। মন্ত্রিসভার বৈঠকে চাভুসওগ্লু বলেন, আমাদের বাড়তি সেনার প্রয়োজন, তাহলে ইদলিব সীমান্ত সুরক্ষিত হবে। লোকজন যার যার অবস্থানে থাকবে। এ অঞ্চলের বিরুদ্ধে হামলা ঠেকাতে রাশিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া ইদলিবে আমাদের ১২টি পর্যবেক্ষণ স্টেশন থাকবে। চাভুসওগ্লু বলেন, ইদলিবের বেসামরিক বাফার জোন থেকে ১৫ অক্টোবরের মধ্যে ভারি অস্ত্রগুলো প্রত্যাহার করা হবে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, সেখানে বেসামরিক লোকজন থাকবে, শুধুমাত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সরিয়ে নেয়া হবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইদলিবের সঙ্গে আলেপ্পো, রাজধানী দামেস্ক ও ভূমধ্যসাগরীয় উপকূলের সঙ্গে সংযুক্ত সড়কগুলোকে চলতি বছরের শেষনাগাদ খুলে দেয়া হবে। রাশিয়ার সোচি শহরে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লালাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়ার পর চাভুসওগ্লু এসব কথা বললেন। অপরদিকে, তুরস্কের অর্থনীতির বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কারণে দেশটির অর্থনীতি বহুমুখী সমস্যার সম্মুখীন হয়েছে। এই সংকট কাটিয়ে উঠার জন্য যেসব বিদেশি তুরস্কের নাগরিকত্ব নেয়ার জন্য আগ্রহী হবে তাদের জন্য দেশটি তার অভ্যন্তরীণ অর্থনৈতিক এবং বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট আইনগুলো শিথিল করার উদ্যোগ নিয়েছে। বুধবার সরকারি এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর পূর্বে তুর্কি নাগরিকত্ব নেয়ার জন্য যে পরিমাণ মার্কিন ডলার বা বিদেশি মুদ্রার বিনিয়োগের দরকার হতো, তা নতুন নিয়মে অনেক বেশি পরিমাণে কমানো হয়েছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ