Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গরু অক্সিজেনও দেয় : রেখা

‘রাষ্ট্র মাতা’ মর্যাদায় রেজুলেশন পাস

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম | আপডেট : ১২:০৮ এএম, ২১ সেপ্টেম্বর, ২০১৮

ভারতের পশুপালন বিষয়ক মন্ত্রী রেখা আর্য দাবি করেছেন, গরুই একমাত্র প্রাণি যারা শুধু অক্সিজেন গ্রহণই করে না, আমাদের অক্সিজেনও দেয়। গরুকে ‘রাষ্ট্র মাতা’ ঘোষণা করতে রাজ্য সভায় বিলের প্রস্তাবে গো-মূত্রের ওষুধি গুণাবলি বর্ণনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বুধবার ভারতের উত্তরাখন্ড রাজ্যে গরুকে ‘রাষ্ট্র মাতা’ মর্যাদার দাবিতে একটি রেজুলেশন পাস হয়েছে। সংখ্যাগরিষ্ঠ ভোটে রাজ্যসভায় রেজুলেশনটি পাস হয়। এ রেজুলেশন খুব শিগগিরই কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠানো হবে। ওই প্রস্তাবের আলোকে গো-মূত্রের ওষুধি গুণাবলি সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে পশুপালন বিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘গরুকে “মাতৃত্বের অবতার” হিসেবে বিবেচনা করা হয়। নবজাতকের জন্য মায়ের শালদুধের পর গরুর দুধই বৈজ্ঞানিকভাবে সবচেয়ে উত্তম।’ গরুকে রাষ্ট্র মাতার মর্যাদা দেয়া হলে ভারতজুড়ে গরু রক্ষা আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন এই মন্ত্রী। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরু

২৪ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ