রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাউজান আমির হাট বাজারে আহলে বায়তে রাসুল (দ.) স্মরনে শোহাদায়ে কারবালা শীর্ষক দশদিন ব্যাপি জিকিরে মোস্তাফা মাহফিল সু সম্পন্ন হয়েছে। ১ম দিবস হতে শেষ দিবস পর্যন্ত বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা নাত পরিবেশন করেন। মাহফিল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সাংবাদিক মওলানা এম বেলাল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় ও বাস্তবায়ন কমিটির সদস্য তাজ মুহাম্মদ রেজভী ও মোজাম্মেল হোসেনের যৌথ সঞ্চালনায় ৫ম দিবসে নাত পরিবেশন করেন গাউছিয়া জিলানী ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের শাহেদুল আলম ক্বাদেরী ও একই সংগঠনের যুগ্ন সম্পাদক শায়ের হাফেজ মুহাম্মদ জুনাঈদ ক্বাদেরী। ৬ষ্ট দিবসে নাতে মোস্তাফা (দঃ) পরিবেশন করেন ফটিকছড়ি কিপাইত নগর মুনিরুল উলুম মাদ্রাসার সুপার শায়ের মৌলানা মোরশেদ রেজা কাদেরী,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার কৃতি শিক্ষার্থী শায়ের মৌলানা ইলিয়াছ তাহেরী,রাউজান উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মুহাম্মদ মঈনুদ্দীন। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী তরুন রাজনীতিক ও ধর্মানুরাগী জিয়াউল চৌধুরী সুমন। ৭ম দিবসে নাতে মোস্তফা (দঃ) পরিবেশন করেন ফটিকছড়ির হযরত ইমামে আজম (রঃ) সংসদের সেক্রেটারী শায়ের জয়নাল আবেদীন কাদেরী। ৮ম দিনের মাহফিলে সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি চট্টগ্রাম উত্তরজেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহছান হাবিব চৌধুরী হাছান। এতে নাতে মোস্তফা (দঃ) পরিবেশন করেন আর্ন্তজাতিক শায়ের ক্বারী মৌলানা তারেক আবেদীন কাদেরী ও সহযোগী শায়ের মৌলানা ইমরান হোসেন কাদেরী,মৌলানা রায়হান শরীফ, সৈয়দ আজাদুর রহমান।
তকরির করেন রাউজান উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা জসিম উদ্দিন আবেদী (মুজিআ)। এতে উপস্থিত ছিলেন গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্বাজী সাইদুল আলম খাকী, ইউপি সদস্য মুহাম্মদ আলী, আমিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারী ইকবাল হোসেন চৌধুরী। ৯ম দিবসে সভাপতিত্ব করেন উত্তর সর্তা হযরত আবদুল কাদের জিলানী (রঃ) ট্রাষ্টের সভপতি ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম। নাত পরিবেশন করেন রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের সভাপতি শায়ের মাছুমুর রশীদ ক্বাদেরী,একই সংগঠনের প্রচার সম্পাদক শায়ের ওসমান গনী কাদেরী, শায়ের মওলানা মিনহাজ্ব উদ্দিন,শায়ের ওসমান। ১০ম দিবস সমাপনী দিনে নাতে রাসুল পরিবেশন করেন ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী শায়ের হেলাল উদ্দিন মাইজভান্ডারী। মাহফিলে উপস্থিত ছিলেন, জালাল আহমেদ, মেম্বার শফি, সৈয়দ কামাল উদ্দিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।