Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে বসবাসকারী সবাই হিন্দু -আরএসএস প্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৮:১৭ পিএম

ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন, যারা ভারতে বাস করেন তারা সকলেই হিন্দু। বুধবার ‘ভবিষ্যতের ভারত’ শীর্ষক আলোচনা সভার শেষ দিনে এমন দাবি করেন মোহন ভাগবত। খবর এনডিটিভি।

অত্যন্ত জোরের সঙ্গে ভাগবত জানিয়েছেন, ভারতে যারা বসবাস করেন তারা অনেকেই এটা স্বীকার করতে দ্বিধাবোধ করেন। কিন্তু একথা সত্য যে ভারতের প্রত্যেক বাসিন্দার সংস্কৃতি এবং ঐতিহ্য এক। আর সেটা হিন্দু সংস্কৃতি। তিনি বলেন, আরএসএস জাতপাতের ভেদাভেদে বিশ্বাসী নয়। কারণ সংঘের কর্মীদের মধ্যেই সবচেয়ে বেশি ভিন্ন জাতের বিয়ে হয়েছে।

আরএসএস প্রধান দাবি করেন, গোরক্ষার নামে যারা হিংসা ছড়ান তারা আসলে দুষ্কৃতি। প্রকৃত গোরক্ষক নন। তাই গোরক্ষকদের সঙ্গে এই দুষ্কৃতিদের মিলিয়ে না ফেলাই ভালো। উল্লেখ্য, আরএসএস বিজেপির আদর্শিক সংগঠন।

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিন্দু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ