Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহনগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে রাজধানীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৭:২৮ পিএম

সম্প্রতি সরকার নেত্রকোনাসহ বেশ কয়েকটি জেলায় মেডিকেল কলেজ হাসপাতালের যে সিদ্ধান্ত নিয়েছে তা নেত্রকোনা জেলার মোহনগঞ্জে স্থাপনের দাবি জানিয়েছে মোহনগঞ্জবাসী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা অদূরে ময়মনসিংহ সদর। সেখানে একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। নেত্রকোনা সদর থেকে ময়মনসিংহ আসতে সময় লাগে ৪০ মিনিট। কিন্তু নেত্রকোনা জেলার মোহনগঞ্জ বারহাট্টা ও খালিয়াজুড়ি থেকে ময়মনসিংহ আসা দুষ্করই বটে।

তারা বলেন, সময়মতো হাসপাতালে পৌঁছতে না পারায় প্রতি বছর বহু সংখ্যক শিশু, বৃদ্ধ মারা যায়। নেত্রকোনা সদরে এই হাসপাতালটি হলে মোহনগঞ্জ বারহাট্টা ও খালিজুড়ি মানুষের নাগালের বাইরেই থেকে যাবে। অন্যদিকে মোহনগঞ্জ হাসপাতালটি হলে শুধু নেত্রকোনাবাসীই নন সুনামগঞ্জের ধর্মপাশা তাহেরপুর, মধ্যনগরসহ হাওরপাড়ের বিরাট জনগোষ্ঠীর উপকারে আসবে।

মানবন্ধনে উপস্থিত ছিলেন- মোহনগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক শামসুল হক মাহবুব, মোহনগঞ্জ যুবলীগ নেতা ফজলে নূর সোহাগ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নীরবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুইশত মানুষ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ