Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ভবিষ্যতের সমঝোতা

পরমাণু পরীক্ষা কেন্দ্র এবং কারখানা বন্ধের প্রতিশ্রুতি পিয়ংইয়ংয়ের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

দুই কোরিয়া ‘নতুন ভবিষ্যতে’ পা রাখতে যাচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার পিয়ংইয়ংয়ে দুই দেশের নেতা বেশ কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতায় স্বাক্ষরের পর উত্তর কোরিয়া সফররত মুন জায়ে-ইন বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘দুই পক্ষ পরমাণু নিরস্ত্রীকরণ অর্জনের লক্ষ্যে একটি সমঝোতায় স্বাক্ষর করেছে।’ কিম জং উন উত্তর কোরিয়ার একটি মূল ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ কেন্দ্র বন্ধ করে দিতে সম্মত হয়েছেন বলে দক্ষিণের প্রেসিডেন্ট জানান। মুন বলেন, ‘উত্তর কোরিয়া তংচ্যাং-রি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও উৎক্ষেপণ কেন্দ্র দুই দেশের বিশেষজ্ঞদের উপস্থিতিতে স্থায়ীভাবে বন্ধ করে দিতে সম্মত হয়েছে।’ এ ছাড়া, দুই নেতা দুই দেশের মধ্যে রেল যোগাযোগ স্থাপন, কোরিয়া যুদ্ধ দ্বারা বিচ্ছিন্ন পরিবারদের মিলন ও স্বাস্থ্য খাতে সহায়তার ব্যাপারে একমত হন। দুই নেতা জানান, তারা ২০৩২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক একসঙ্গে আয়োজনের চেষ্টা করবেন। দুই দেশের সেনাপ্রধানরা তাদের মধ্যে সামরিক উত্তেজনা কমাতে সমঝোতায় স্বাক্ষর করেছেন বলেও জানান কিম জং উন ও মুন জায়ে-ইন। এসব সমঝোতাকে কোরীয় উপদ্বীপে সামরিক শান্তি অর্জনে একটি ‘উল্লেখযোগ্য পদক্ষেপ’ বলে অভিহিত করেন কিম। সংবাদ সম্মেলনে কিম জানান, তিনি মুন জায়ে-ইনকে প্রতিশ্রæতি দিয়েছেন যে, খুব শিগগিরই সিউল সফর করবেন। যদি তাই হয়, এটি তবে উত্তর কোরিয়ার প্রথম কোনো নেতার দক্ষিণ কোরিয়ার রাজধানী সফর। খবরে বলা হয়, চুক্তি সই শেষে পিয়ংইয়ংয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন কিম ও মুন। কিম জানান, দীর্ঘ কয়েক দশকের দূরত্ব দূর করে দুই কোরিয়া এক হতে প্রস্তুত। এর মাধ্যমে কোরীয় উপদ্বীপে শান্তি ফেরাতে চান তারা। এছাড়া পরমাণু নিরস্ত্রীকরণেও একসঙ্গে কাজ করার কথা জানান তিনি। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ