Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরিকুল-খন্দকার মাহবুবসহ বিএনপির ৭ নেতার আগাম জামিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

রাজধানীর পল্টন ও আদাবর থানায় দায়ের করা আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ ৭ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। মামলাগুলোর পুলিশ প্রতিবেদন না দেয়ার পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল জামিন সংক্রান্ত আবেদনের শুননি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোঃ হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। জামিনপ্রাপ্ত বিএনপির অন্যান্যরা হলেন- অ্যাডভোকেট আব্দুর রেজাক খান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আক্তারুজ্জামান, অ্যাডভোকেট ফেরদৌস ওয়াহিদা ও অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও আমিনুল হক। সঙ্গে ছিলেন একে এম এহসানুর রহমান। পরে এহসানুর রহমান সাংবাদিকদের বলেন, এর আগে গত ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর বিএনপির মানববন্ধন ও অনশন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার চেষ্টার অভিযোগ এনে পল্টন ও আদাবর থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। আজ জামিন আবেদন করার পর সে বিষয়ে শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ