নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঢাকার ৩৬টি স্কুলের বালক-বালিকাদের নিয়ে আগামীকাল শুরু হচ্ছে পোলার আইসক্রীম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বালক বিভাগে ২০ এবং বালিকায় ১৬টি স্কুল খেলছে। বালক বিভাগে ৬টি গ্রুপের ১৮টি দল লিগ পদ্ধতিতে প্রথমিক পর্বে অংশ নিবে। গ্রুপর শীর্ষ ৬ দল সুপার লিগে খেলার সুযোগ পাবে। তাদের সঙ্গে যোগ দিবে গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। ৮ দলের সুপার লিগ শেষে চারটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। অন্যদিকে বালিকা বিভাগে ১৬টি দল খেলায় গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে গ্রুপ পর্ব থেকেই প্রতিদ্বদ্বীতা করতে হবে। এই বিভাগে চারটি করে দল চার গ্রুপে ভাগ হয়ে প্রাথমিক পর্বে লিগ খেলবে। পরে শীর্ষ চার দল নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।