রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের আনোয়ারায় ৫দিনব্যাপী আজিমুশশান শোহাদায়ে কারবালা মাহফিল শুরু হয়েছে। উপজেলার ওষখাইন শাহ আলী রজা (রহ.) আলিম মাদরাসা ময়দানে এ মাহফিলের আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাআত। গত সোমবার বাদে মাগরিব হতে প্রথম দিবসের মাহফিলে সভাপতিত্ব করেন ওষখাইন আলীনগর দরবার শরীফের পীরে ত্বরিকত আল্লামা মুহাম্মদ এনামুল হক শাহ। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের প্রধান সমন্বয়ক আল্লামা এম এ মতিন। বিশেষ অতিথি ছিলেন ওষখাইন আলীনগর দরবার শরীফের পীরজাদা মাওলানা মুহাম্মদ ইউনুচ দরবেশ, তৈয়বিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদরাসার পরিচালক মাওলানা মুফতি কাজী শাকের আহমদ চৌধুরী, জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি কাজী মাওলানা বদরুজ্জামান নঈমী। প্রধান ওয়ায়েজ ছিলেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী। বিশেষ ওয়ায়েজ ছিলেন রাঙ্গুনিয়া রানীরহাট ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আবুল কালাম বয়ানী ও ওষখাইন শাহ আলী রজা (রহ.) আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আবদুল আলিম আলকাদেরী। এ মাহফিল প্রতিদিন বাদে আছর হতে শুরু হয়ে চলবে আগামী জুমাবার পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।