বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্মার্টফোন চেয়ে না পাওয়ায় মায়ের সাথে অভিমান করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মিম (১৭) নামে এক কিশোরী। গত রোববার রাত ৮টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। আগুনে তার শরীরের ২৫ শতাংশ পুড়ে হয়েছে। দগ্ধ মিম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামের মৃত আওলাদ হোসেনের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের আলীনগরের খালপাড় এলাকায় থাকেন। দুই ভাই ও এক বোনের মধ্যে মিম ছোট। বাসায় সাংসারিক কাজ করতেন বলে পরিবার জানায়। মিমের মা শিরিনা আক্তার জানান, সপ্তাহখানিক ধরে তাঁর মেয়ে একটি স্মার্টফোন চেয়ে আসছে। অভাবের কারণে মোবাইল কিনে দেওয়া সম্ভব হয়নি। এতে অভিমান করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মিম। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। মিম বলেন, স্মার্টফোন কিনে না দেওয়ায় রাগে-ক্ষোভে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। তিনি বলেন, তার মায়ের একটি স্মার্টফোন ছিল। সেটি তিনি মাঝে মধ্যে ব্যবহার করতেন। কয়েকদিন আগে সেই ফোনটি তার বড় ভাইকে দিয়ে দেওয়ায় মায়ের প্রতি ক্ষিপ্ত হয়েছেন তিনি। তবে গায়ে আগুন ধরিয়ে দেওয়া ঠিক হয়নি বলে হাসপাতালে চিকিৎসাধীন এই কিশোরী জানান। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, মিম বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। আগুনে তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।