Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ফরিদপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে রয়েছে। অনেক নেতাকর্মীরা গ্রেফতারের ভয়ে ফরিদপুর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। বিএনপির যেসকল নেতাকর্মীরা রাজনীতি করে তাদের অভিভাবকরা এখন উৎকন্ঠায় ভুগছে। কখন তার বাসায় পুলিশ হানা দেয়। অনেক বৃদ্ধ মায়েরা নামাজ পড়ে দোয়া করে তাদের আদরের সন্তানটিকে যেন পুলিশ গ্রেফতার করতে না পারে। সাম্প্রতিক গ্রেফতার হয়েছে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়েসসহ একাধিক নেতাকর্মীরা। অনেক নেতাকর্মীর বাড়িতে গভীর রাতে পুলিশি তল্লাশি চালায় বলেও অভিযোগ রয়েছে।
ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন বাধাগ্রস্ত করার জন্যই সরকার পুলিশ দিয়ে বিএনপি ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করছে।
কেন্দ্রীয় যুবদলের নেতা মাহবুবুল হাসান পিংকু বেগম খালেদা জিয়াসহ ফরিদপুরে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ