মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন ও কয়েকটি দেশের মালিকানা দাবি করা বিতর্কিত জলসীমায় প্রথমবারের মতো সাবমেরিন মহড়া চালিয়েছে জাপান। দক্ষিণ চীন সাগরে এই মহড়ার খবর সোমবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরে জাপানের ম্যারিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের সাবমেরিন এই মহড়া চালায়। এতে জাপানের আরও বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অংশ নেয়। এছাড়া ছিল কাগা হেলিকপ্টার কেরিয়ার। যা ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব এশিয়ায় দুই মাসের সফরে রয়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এই প্রথমবার জাপানের সাবমেরিন ওই অঞ্চলে মহড়া চালিয়েছে। মহড়ায় শনাক্তকরণ এড়ানোর অনুশীলন করা হয়। এই মহড়ার কারণে চীন ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে একই ধরনের মহড়া চালায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও।
উল্লেখ্য, জাহাজ চলাচলের বাণিজ্যিক রুট ও খনিজসম্পদে ভরপুর দক্ষিণ চীন সাগরের বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করে আসছে চীন। এ দাবি থেকেই ফিলিপাইনের উপকূলবর্তী স্কারবুরাফ শোয়লে কৃত্রিম দ্বীপ নির্মাণ করেছে তারা। সেখানে বানাতে যাচ্ছে সেনাঘাঁটি। সীমান্ত থেকে মাত্র ২৩০ কিলোমিটার (১৪০ মাইল) দূরবর্তী এ দ্বীপের মালিকানা দাবি করে আসছে ফিলিপাইন। কিন্তু চীনের আপত্তির কারণে তা সে দাবি প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক আদালতে মামলা করে ম্যানিলা। সূত্রঃ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।