Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

উখিয়ায় স্বামীর নির্যাতনে বিষপানে স্ত্রীর আত্মহত্যা

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৩৬ এএম | আপডেট : ১২:১৫ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০১৮

স্বামীর নির্যাতনে উখিয়ার এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। ওই গৃহবধুর নাম মোহসেনা আক্তার (২৬)।
উখিয়ার কুতুপালং এলাকার আব্দুল মাজেদ কোম্পানীর মেয়ে মোহসেনা আক্ততারের সাথে
উখিয়া উত্তর হাজি পাড়ার হাজী আমান উদ্দীনের ছেলে নুরুল হকের সাথে বিয়ে হয় কয়েক বছর আগে। তাদের ২ মেয়ে সন্তানও আছে।
নুরুল হক দীর্ঘদিন সৌদি আরব অবস্থান করে সম্প্রতি দেশে ফিরে আসে। দেশে আসার পর সে মাদক আসক্ত হয়ে পড়ে। এর প্রতিবাদ করলে স্ত্রীর সাথে প্রতিদিন তার ঝগড়া হত। স্ত্রীকে মারধর করত। 
গতকাল স্বামীর নির্যাতন সইতে না পেরে মোহসেনা বিষ পান করে। মোহসেনার অবস্থা আশঙ্কজনক দেখে আত্মীয়স্বজনরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। 
চিকিৎসাধিন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

পাড়া প্রতিবেশীদের অভিয়োগ, স্বামী নুরুল হক স্ত্রী মোহসেনাকৈ মারধর করে জোর করে বিষ খাইয়ে 
দেয়।
 এতে কক্সবাজার সদর হাসপাতালে মোহসেনা মারা যায়। সদর হাসপাতালে গিয়ে দেখাগেছে, মৃত স্ত্রীর লাশ ফেলে রেখে স্বামী নুরুল হক পালিয়ে যায়। এতে করে পাড়াপড়শীদের অভিযোগ সত্যি বলেই মনে করা হচ্ছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ