মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে আমদানিকৃত চীনা পণ্যের ওপর অতিরিক্ত ২০ হাজার কোটি ডলার শুল্ক আরোপ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে একথা বলা হয়েছে। নাম প্রকাশ না করে এক কর্মকর্তার বরাত দিয়ে বøুমবার্গ শুক্রবার জানায়, ট্রাম্প তার কর্মচারীদের বৃহস্পতিবার আমদানিকৃত চীনা পণ্যের ওপর প্রায় ২০ হাজার কোটি ডলার শুল্কারোপের নির্দেশ দিয়েছেন।
বøুমবার্গ ছাড়াও বার্তা সংস্থা রয়টার্সও অজ্ঞাত পরিচয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে শুল্কারোপের বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। রয়টার্স বলেছে, এই শুল্কারোপ কখন কার্যকর হবে তা পরিষ্কার নয়।
প্রসঙ্গত, ট্রাম্প এক সপ্তাহ আগে এক ঘোষণায় জানিয়েছিলেন তিনি চীনা পণ্যের ওপর অতিরিক্ত ২০ হাজার কোটি ডলার শুল্কারোপ করবেন।
উল্লেখ্য, আগামী সপ্তাহে চীনের সঙ্গে বাণিজ্য বিষয়ে আলোচনার জন্য চীনা ভাইস-প্রিমিয়ার লিউ হেসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।