Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবাধিকার উন্নয়নেই ইদলিবে সেনা : তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

তুরস্ক সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত শহর ইদলিবে যুদ্ধ করার বদলে সেবা দেয়ার জন্য সেনা পাঠিয়েছে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসী আকার বলেন, ইদলিবে যেকোনো প্রকারের সেনা আক্রমণ শহরটিতে বিপর্যয় ডেকে আনবে। বার্তা সংস্থা হারেৎজ জানিয়েছে, তুরস্ক সিরিয়ার সন্ত্রাসী অধ্যুষিত অঞ্চল ইদলিবে তুর্কি উপস্থিতি জানান দেয়ার জন্য সেখানে সেনাবাহিনীর একটি বহর পাঠিয়েছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার স¤প্রতি ইদলিবে যেকোনো প্রকার সেনা আক্রমণের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করার পর পরেই অঞ্চলটিতে তার দেশের সেনা মোতায়েন করেছে। আনাদোলু নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, হুলুসি আকার তুরস্কে কর্মরত বিভিন্ন দেশের বিদেশি কূটনৈতিকদের সাথে এক বৈঠক চলাকালে বলেন, ইদলিবে যে কোনো প্রকার সেনা আক্রমণ হলে শহরটিতে মানবিক বিপর্যয় ঘটতে পারে। ‘ইদলিবকে মানবিক বিপর্যয়ের মত বিয়োগান্তক ঘটনা থেকে রক্ষা করার জন্য আমরা রাশিয়া, ইরান এবং অন্যান্য মিত্রদের সাথে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমরা ইদলিবে শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং শহরটিতে স্থিতিশীলতা বজায় রাখতে চাই।’ বার্তা সংস্থা হারেৎজ জানিয়েছে, যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা এক প্রতিবেদনে জানায়, ইদলিবের কেফার লুসিন নামক স্থান দিয়ে শহরটির উত্তরাঞ্চল সীমান্ত অতিক্রম করে তুর্কি সেনাদের একটি বহর প্রবেশ করেছে। স্পুটনিক নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ