Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোস্টনে টানা ৭০ বিস্ফোরণ ৩৯ বাড়ি ভস্মীভূত : নিহত ১

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে লাগাতার ৭০টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৯টি বাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে ছিদ্র হয়ে গ্যাস বের হওয়ার কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছেন কর্মকর্তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিস্ফোরণে বোস্টনের তিনটি কমিউনিটি কেঁপে উঠে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। বিস্ফোরণের পর হাজারো লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ম্যাসাচুসেটস রাজ্য পুলিশ জানিয়েছে, কমপক্ষে ৭০টি বিস্ফোরণ ও আগুনের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর ওই এলাকার বাড়ি ও ভবনের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি ভবন ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের ৫০টি বিভাগ আগুন নেভানোর কাজ করছে। বিস্ফোরণের পর অধিকতর বিস্ফোরণ রোধে ওই এলাকার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের পর ক্ষয়ক্ষতি এড়াতে পুলিশ হুইসেল বাজিয়ে ওই এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছে। অ্যান্ডোভার ফায়ার সার্ভিসের প্রধান মাইকেল ম্যান্সফিল্ড এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ম্যাসাচুসেটসের কলাম্বিয়া গ্যাসের মালিকানাধীন পাইপলাইনে গ্যাসের অতিরিক্ত চাপের জন্য এ সিরিজ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তিনি বলেন, ‘আমি ৩৯ বছর ধরে এই পেশায় আছি এবং এমন কোনো কিছু আমার ক্যারিয়ারে কখনো দেখিনি।’ পুলিশ জানায়, প্রতিষ্ঠানগুলো সংযোগ বিচ্ছিন্ন করছেন। তবে এতে কিছু সময় লাগবে। যাদের বাড়িতে গ্যাসের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, তাদের সবাইকে দ্রুত বাড়ি থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। লরেন্সের মেয়ার ড্যান রিভেরা সকল বাসিন্দাকে এমন পরিস্থিতিতে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় স্কুলগুলোতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র করা হয়েছে। বিবিসি, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ