রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা (দক্ষিণ) জেলায় কোন্দলের অশনি সংকেত তৃণমূলে নেতিবাচক প্রভাব ফেলেছে। পৃথক কর্মসূচি আর নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিতে ডুবে রয়েছে দলটি। দক্ষিণের দশটি উপজেলার সবকটিতেই কোন্দলের দ্রোহের আগুন জ্বলছে।
আদর্শ সদর উপজেলার সবকটি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সক্ষমতা রয়েছে। কিন্তু মাঠের রাজনীতিতে পা রাখতে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অনেকটা অসহায়ত্ববোধ করেন। পুলিশের লাঠিপেটা আর মামলা ভয়েই এমনটি হচ্ছে। তবে এক্ষেত্রে আন্দোলন কর্মসূচিতে সাহসি ভূমিকা রাখছে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইউনিয়নকেন্দ্রিক রাজনীতিতে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন কিছুটা প্রাধান্য ধরে রাখলেও মহানগরে বিএনপির রাজনীতির নিয়ন্ত্রক হচ্ছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। দলের দু:সময়ে মহানগরে তৃণমূল পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যক্রমে মেয়র সাক্কুর নেতৃত্বে ব্যাপক গতিশীলতা এসেছে। তবে ইদানিং মেয়র সাক্কু ও হাজী ইয়াসিনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছেনা। মহানগরে নেতৃত্ব থাকা নিয়ে দুই নেতার বৈরি সম্পর্ক তৈরি হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলায় বিএনপিতে একাধিক গ্রুপিং রয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি কাজী নাসিমুল হকের পর চৌদ্দগ্রামে দলের অবস্থান কেউ সুদৃঢ় করে তুলতে পারেনি। বরং নানা ধারা-উপধারায় বিভক্ত হয়ে পড়েছে বিএনপি। চৌদ্দগ্রামে সাবেক সভাপতি নাসিমুল হক ছাড়াও দলের বর্তমান আহ্বায়ক কামরুল হুদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুর মোল্লা ও সাবেক সভাপতি তাহের পলাশীকে ঘিরে গ্রুপিংয়ের রাজনীতি বিদ্যমান।
লাকসাম উপজেলায় চলছে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আনোয়ারুল আজিম এবং কেন্দ্রিয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম ওরফে চৈতি কালামের গ্রুপিংয়ের রাজনীতি। দুই নেতার দ্ব›েদ্ব উপজেলায় দলের তৃণমূল নেতাকর্মীরা এখন দিশাহীন। এদিকে মনোহরগঞ্জ উপজেলা বিএনপিতেও চলছে গ্রুপিংয়ের রাজনীতি। এখানে উপজেলা কমিটির সভাপতি হিসেবে সাবেক এমপি আনোয়ারুল আজিম অনুসারি ইলিয়াস পাটোয়ারি নিজেকে দাবী করছেন। অন্যদিকে কেন্দ্রিয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ওরফে চৈতি কালামের অনুসারি সাবেক চেয়ারম্যান আবদুল মান্নানও সভাপতি। কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন চৈতি কালামের অনুসারি। দুই নেতার অনুসারিরা মনোহরগঞ্জে বিএনপিকে দ্বিধাবিভক্ত করে রেখেছে।
বুড়িচং উপজেলায় বিএনপি তিন ধারায় বিভক্ত। এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদ। অপর দুইটি গ্রপের নেতৃত্বে রয়েছেন ব্যবসায়ি এএসএম আলাউদ্দিন এবং দলবদল খ্যাত অধ্যক্ষ মো. ইউনুস। তবে ইউনুস গ্রুপের অস্তিত্ব নাম কা ওয়াস্তে টিকে রয়েছে। বুড়িচংয়ে ত্রিমুখি বিরোধের কারণে এবং নেতাকর্মীদের নামে বিভিন্ন মামলা থাকায় দলটির সাংগঠনিক অবস্থা অনেকটাই নাজুক। এদিকে ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্রুপিংয়ের রাজনীতিতে বিভক্ত বিএনপি। উপজেলায় দলীয় কার্যালয় না থাকায় নেতাদের বাড়ি বা হোটেল রেস্তোরায় চলে সাংগঠনিক সভা। ইতোপূর্বে উপজেলা কমিটি গঠন নিয়ে নানা নাটকিয় ঘটনা ঘটেছে দলটিতে। বর্তমান কমিটির সভাপতি জসিম উদ্দিন দলের জন্য নিবেদিত হলেও সাধারণ সম্পাদক মহসিন কবীরকে নিয়ে তৃণমূলে বিভক্তি রয়েছে।
বরুড়া উপজেলায় বিএনপির নেতাকর্মীরা সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বের প্রতি বেশ আস্থাশীল। যেকারণে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাাচনে বরুড়ায় বিএনপি বেশিরভাগ প্রার্থীই জয়লাভ করেছে। বরুড়ার রাজনীতিতে বিএনপি শক্তিশালী অবস্থানে রয়েছে।
নাঙ্গলকোট উপজেলায় বিএনপির সাবেক এমপি আবদুল গফুর ভূইয়া এবং উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূইয়ার প্রকাশ্যে দ্ব›দ্ব চলছে দীর্ঘদিন ধরে। রাজনৈতিক কর্মসূচি নিয়ে এক গ্রুপ মাঠে নামলে একই দলের আরেক গ্রুপ ধাওয়া করে। দুই ভূইয়াকে ঘিরে নাঙ্গলকোট দীর্ঘদিন ধরে জ্বলছে দ্রোহের আগুন।
সদর দক্ষিণ উপজেলায় ৯বছর আগের মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে বিএনপি। হাজী সিদ্দিকুর রহমান ও মাহাবুব চৌধুরী নেতৃত্বাধীন এ কমিটির বেশিরভাগ নেতাকর্মীই বিভিন্ন মামলার আসামি। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য ও সদর দক্ষিণের বাসিন্দা সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর নেতৃত্বের ওপর ভরসা নেই তৃণমূল নেতাকর্মীদের। তবে এ উপজেলার যে ৯টি ওয়ার্ড সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত সেখানে সিটি মেয়র মনিরুল সাক্কু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনের প্রভাব রয়েছে। কিন্তু ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থা দুর্বল। এদিকে সদর দক্ষিণ থেকে আলাদা করে নেয়া ৯টি ইউনিয়নের নতুন উপজেলা লালমাই। আগ থেকেই ৯টি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের বিরোধ রয়েছে। দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি মোবাশ্বের আলম ভূইয়া ও বগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য মনিরুল হক চৌধুরীর অনুসারি নেতাকর্মীরা সাংগঠনিকভাবে বিভক্ত। মামলা হামলার ঝুঁকি নিয়ে মোবাশ্বের গ্রুপের নেতাকর্মীরা মাঠে নামলেও মনির চৌধুরী গ্রুপের লোকেরা দৃশ্যমান রাজনীতিতে নেই। তারা বিভিন্ন সময় মনির চৌধুরীর গড়া ঐক্য সংহতি নামের একটি সংগঠনের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।