মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন ও পাকিস্তান ৫০ মিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) আফগানিস্তানে সম্প্রসারণ ও ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে। স¤প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ ইয়ির ইসলামাবাদ সফরের সময় এ সিদ্ধান্ত হয় বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। একইসাথে স্টেট কাউন্সিলের দায়িত্ব পালনকারী ওয়াঙকে চীনের শীর্ষ কূটনীতিক বিবেচনা করা হয়। তিনি ৭-৯ সেপ্টেম্বর পাকিস্তান সফর করে ইমরান খানের নেতৃত্বাধীন নতুন সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে কথা বলেন। তিনি মূলত নতুন সরকারের সাথে মতমিনিময়ের জন্যই পাকিস্তান সফর করেন। এছাড়া নতুন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করারও ছিল তার সফরের লক্ষ্য। বর্তমানে মারাত্মক অর্থনৈতিক সঙ্কটে থাকা পাকিস্তানের সাথে নতুন কোনো প্রকল্প নিয়ে চীন আলোচনা করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিপিইসি প্রকল্প থেকে আরো লোক যাতে উপকৃত হতে পারে সেজন্য প্রকল্পটি আরো সম্প্রসারণ নিয়ে দুই পক্ষ একমত হয়েছে। তিনি বলেন, দুই পক্ষ পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ও
জনগণের চাহিদার আলোকে সিপিইসিকে এগিয়ে নেবে। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।