Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

মানের ম্যাচ দেখতে হুড়োহুড়িতে নিহত এক

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

মাদাগাস্কার-সেনেগালের মধ্যকার আফ্রিকা নেশন্স কাপের বাছাইপর্ব ম্যাচ। মাদাগাস্কার ফুটবল স্টেডিয়ামের ম্যাচটি বিশেষ হয়ে ওঠে লিভারপুল তারকা সাদিও মানের জন্য। কিন্তু এমন ম্যাচেও দর্শকদের মাঠে প্রবেশের জন্য মাত্র একটি গেট খুলে রাখে স্টেডিয়াম কর্তৃপক্ষ। ফলাফল- হুড়োহুড়িতে নিহত হয়েছেন কমপক্ষে একজন, আহত চল্লিশেরও বেশি।
ম্যাচ শুরুর অনেক আগে থেকেই স্টেডি মিউনিসিপ্যাল ডি মাহামাসিনার গেটের সামনে হাজার হাজার দর্শক লাইন দিতে থাকে। স্টেডিয়ামের গেট খুলে দেয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় হুড়োহুড়ি। তাতেই পদদলিত হয়ে মারা যান কমপক্ষে একজন। তবে ম্যাচের ফল বিবেচনা করলে দিনটি মাদাগাস্কারের ভালোই কেটেছে। রাশিয়া বিশ্বকাপে অংশ নেয়া সেনেগালের সঙ্গে ২-২ ড্র করা মন্দ কি!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ