Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুরাদনগরে ৩৩ বিএনপি নেতাকর্মীর নামে মামলা

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীতের ওপর ফের গ্রেফতার আতঙ্ক ভর করেছে। পুলিশের গ্রেফতারের ভয়ে দুইদিন ধরে মুরাদনগর সদরসহ বেশ কিছু এলাকায় বিএনপি নেতাকর্মীরা ঘর ছাড়া হয়ে পড়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় সদরের মাদরাসা দিঘীরপাড়ের বাড়ি থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনসহ তিনজনকে গ্রেফতারের পর নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতঙ্ক দেখা দেয়।
মুরাদনগর থানা পুলিশ শুক্রবার রাতের গ্রেফতার অভিযানকে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাশকতা, যানবাহন ভাঙচুরসহ অপরাধ সংঘটিত করার জন্য গোপন বৈঠক করে পরিকল্পনা করছিল অভিযোগ এনে ৩৩ জনকে এজহারনামীয় এবং ১৫/২০জনকে অজ্ঞাত উল্লেখ করে মামলা করেছেন। এদিকে মামলায় বয়োবৃদ্ধ লোকজনকেও আসামি করা হয়েছে বলে উপজেলা বিএনপি নেতারা অভিযোগ করেছেন। গতকাল রোববার গ্রেফতারকৃত তিন আসামির মধ্যে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও উপজেলা বিএনপি কার্যালয়ের পিয়ন আলমের জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ